শিরোনাম

বরিশালে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

Views: 49

বরিশাল অফিস :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২টি ইটভাটা থেকে ৭০ জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত এ অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তরের নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমী। বিষয়টি নিশ্চিত করেছেন,পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাশেদ।

তিনি জানান,‘বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ”ইট প্রস্তুত ও ভাটা স্থাপন । (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি জানান, আউলিয়াপুর গ্রামে ফিক্সড চিমনির এমআরবি নামের অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এ সময় ভাটা মালিক মো. মশিউর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া কলসকাঠি ইউনিয়নের সাদিস গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের অবৈধ যমুনা ব্রিকস এস্ককাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই উপজেলায় মেসার্স ২ স্টার ব্রিকসে অভিযান করে অবৈধ এ ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। ইট ভাটার মালিকসহ সকলে পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে সকলে ইট ভাটার কাঁচা ইটও ধ্বংস করা হয়েছে।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *