বরিশাল অফিস ::বরিশালে বিপ্লবী দেবেন ঘোষের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩৩ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ৪টায় বিপ্লবী দেবেন ঘোষ স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে বরিশাল রিপোটার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
দেবেন ঘোষ ছিলেন, অগ্নি যুগের বিপ্লবী, রাজনীতিবিদ ও সমাজ কর্মী। বিপ্লবী দেবেন ঘোষ আজীবন সংগ্রাম করে গেছেন।
বাংলাদেশের মুক্তিআন্দোলন, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন প্রত্যেকে আন্দোলন সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন এবং জেলও খেটেছেনে তিনি। অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল আলোচনা সভায় বলেন, আমাদের নিজেদের জন্যই এই মহাপ্রাণকে আমাদের প্রয়োজন।
তার কর্ম আগামী প্রজন্মের কাছে বিভিন্নভাবে তুলে ধরতে হবে।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন- বিশিষ্ট শিক্ষাবিদ দাশগুপ্ত আশীষ কুমার, সাংবাদিক অরুপ তালুকদার, সাহিত্যিক তপংকর চক্রর্বতী, বীর মুক্তিযোদ্ধা ললিত দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভংকর চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষ, পূলক চ্যাটার্জী, নজরুল বিশ্বাস প্রমুখ।