বরিশাল অফিস :: বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে এ সময় ঘুমিয়ে থাকা সজীব জমাদার নামের এক কর্মচারী দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।
দগ্ধ কর্মচারী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার( ২৯) জানুয়ারী নতুল্লাবাদ দিয়া সড়কে গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন। তিনি জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুইটি ফার্নিচার, একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের দোকান ও একটি গ্যারেজ রয়েছে। রাত সাড়ে ৩টার দিকে আমরা ওই দোকানগুলোয় আগুন লাগার খবর পাই। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করেছে।’
তিনি বলেন,ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন তার মৃত্যু হয়েছে। এখন সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। তবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড হয়েছে।’