Views: 109
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অপূর্ব অধিকারী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে বিভিন্ন দোকান, খাবার দোকান ও ফার্মেসিসহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।