বরিশাল অফিস :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা, এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্থ সহ পাঁচ দফা দাবিতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।
আজ মঙ্গলবার (৬) সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে বিক্ষোভ সমাবেশ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করে তারা।এর পূর্বে অশ্বিনীকুমার হল চত্বরের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী জননেতা দেওয়ান আবদুর রশিদ নিলু। এসময় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি জননেতা বাচ্চু ভূঁইয়া, জেলা কমিটির সদস্য ইয়াসমিন সুলতানা, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলার সদস্য আব্দুল মান্নান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব ও জেলা কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশের সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা বাচ্চু ভূইয়া বলেন, অবিলম্বে সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্য প্রয়েজনীয় দ্রব্যমূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।