শিরোনাম

বরিশালে ৫ হাজার পরিবার সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রেখে অগ্রিম ঈদ

Views: 40

বরিশাল অফিস :: বরিশাল মহানগর ও সদর উপজেলা সহ জেলার ৫ টি উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার সৌ‌দিন আর‌বের সঙ্গে মিল রেখে অগ্রিম ঈদুল ফিতর উদযাপন করছেন। বরিশাল জেলার প্রায় অর্ধশত মসজি‌দে সকাল ৭ থেকে ৮টার মধ্যে প্রথম ঈদের নামাজের জামাত অনু‌ষ্ঠিত হয়।

রোবার (১৫) জুন যারা ঈদ পালন করছেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী ভক্ত গণ। মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ যাবতীয় ধর্মীয় আচার নিয়ম নীতি পালন করেন।

ব‌রিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, আমা‌দের ওয়ার্ডে আগাম ঈদ পালন কর‌ছেন প্রায় ১ হাজার পরিবার।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ীর জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান,২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন সাগরদী,তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫ শতাধিক পরিবার ঈদ পালন করছেন।

এখানে সকাল ৮টায় ঈদের নামাজ অনু‌ষ্ঠিত হয় জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে। রোববার তাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করছেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারি। বরিশাল নগরী সহ জেলার ৫০ টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছে।

‌এদিকে বরিশাল জেলার বাবুগঞ্জের খানপুরা,কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামে একহাজারের বেশী পরিবারে ঈদ উদযাপিত হচ্ছে। এছাড়া বরিশাল জেলার মুলাদী,হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমাহন,পতাং,লাহারহাট গ্রামের জাহা‌গি‌রি
সুফী দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *