বরিশাল অফিস :: বরিশাল অফিস :: জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানে অবৈধ মশারী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ প্রায় ৬০ লাখ টাকার জাল এবং বিভিন্ন ধরণের মাছ ধরার সরঞ্জাম জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, বিভাগীর সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন, জেলা মৎস্য অফিসার (ইলিশ) বিমল চন্দ্র দাস, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, গৌরনদী উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাসার, কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ বাদল মিয়া, বাবুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ আলী হোসেন, আনসার ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব হোসেন উপস্থিত ছিলেন।