শিরোনাম

বরিশালে ৭ কোটি টাকার জাল জব্দ, ১২৯ জেলের কারাদণ্ড

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালে মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে নদ-নদীতে মাছ শিকার করার দায়ে ১২৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে ৭ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০০ টাকার মূল্যের ৩৮ লাখ ৭৫ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং ১১ লাখ ৯৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত সাত দিনে পরিচালিত এসব অভিযানে বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ৮৩৪টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ২৭০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ৩১১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ সময় বরিশাল বিভাগের ১৬৮টি মৎস্য অবতরণকেন্দ্র, ১ হাজার ২৬৫টি মাছঘাট, ২ হাজার ৩৪১টি আড়ত ও ১ হাজার ৩৭০টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ৫ হাজার ২০০ টাকা আয় হয়েছে।

এছাড়া, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *