শিরোনাম

বরিশালে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছেন

Views: 107

বরিশাল অফিস :: সারা দেশের ন্যায় বরিশালেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বিভাগের ১৯৬ টি কেন্দ্র এবার মোট ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী তিনি বলেন, বিভাগের ১৯৬ টি কেন্দ্র এবার মোট ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ২৫৫ জন এবং ছাত্র সংখ্যা ৪১ হাজার ৩৩১। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের অংশগ্রহণ করেছেন ২৪ হাজার ৬৬৩ জন।


তিনি বলেন, মানবিক বিভাগের ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসা বিভাগে ১০ হাজার ৯১১ জন। গতবছর পরিক্ষার্থী ছিল ৯০ হাজার ১৯৬ জন। গত বছর বিভাগের ১ হাজার ৪৮৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র ছিল ১৯০ টি। বরিশালে এই বছর বিভিন্ন কারণে ৬ টি কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৬ টি । তবে কমেছে পরিক্ষার্থীদের সংখ্যা। বিগত বছরগুলোর চেয়ে শিক্ষার্থীরা যাতে নিরাপদে পরিক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারে সে জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরিক্ষা অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *