শিরোনাম

বরিশালে ৯৯৯ কল পেয়ে বিদ্যুৎপৃষ্ট মুখপোড়া হনুমানটি প্রাণে বেছে গেল

Views: 50

বরিশাল অফিস :: বরিশাল নগরীর পথচারিদের ৯৯৯’এ কল দেওয়ার সহযোগীতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হওয়া প্রানে বেছে গেছে বণ্য প্রাণি মুখপোড়া একটি পুরুষ হনুমান। আজ বুধবার (২৭) ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গিজা মহল্লা জামে কসাই মসজিদের বিপরিতে সড়কের উপর মুখপোড়া হনুমানটি বিদ্যুৎপৃষ্ট হয়ে সড়কের উপর কাতরাচ্ছিলেন এসময় পথচারিরা পড়ে থাকা হুনুমানটিকে প্রথমে বাচাবার জন্য ছালার চট এনে গায়ে জড়িয়ে দিয়ে শীত থেকে রক্ষা করে ৯৯৯;এ কল দেয়। এসময় ঘটনাস্থলে ছুটে আসেন কোতয়ালী মডেল থানা পুলিশ তারা এসে কিছুই বুঝে উঠতে না পেরে এক প্রর্যায়ে তারা প্রাণিসম্পদ কার্যলয় কল দেয়।

এর আগে সংবাদ পেয়ে ছুটে আসে বরিশাল এনিম্যাল কেয়ার টিম সদস্য সৈয়দ রিমেল।
এসময় রিমেল বাডিং হওয়া হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলে। পরবর্তী সময়ে বরিশাল বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ের ভ্রাম্যমান ভেটেরিনারি গাড়ি নিয়ে ছুটে আসে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ প্রদিপ কুমার বিশ্বাস।

এসময় বিভিন্ন পথচারিদের সহায়তা হনুমানকে নিয়ন্ত্রন করে গাড়িতে তুলে সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে কিকিৎসা দেওয়া হয়। এব্যাপারে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ে হনুমানকে চিকিৎসক ডাঃ সুব্রত সিকদার ও ইন্টান চিকিৎসক অভিজিত মন্ডল বলেন হনুমানটি সুস্থ হতে প্রায় ১ সপ্তাহ লাগবে ততদিন আমাদের হেফাজতে ওর চিকিৎসা চলবে বলে জানায়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *