বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুণ্ডু। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২৭ নভেম্বর থেকে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ থাকবে এবং ওই দিন দুপুর ১২টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে।
এতে আরও বলা হয় যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। তবে, প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও দাপ্তরিক কাজ চলবে। অধ্যক্ষ মানষ কৃষ্ণ কুণ্ডু জানান, শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে আইএইচটি’র পরীক্ষাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম কিছুদিন ধরে বন্ধ ছিল এবং সেই সঙ্গে তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানে অস্থির পরিবেশ বিরাজ করছিল। সোমবার এক আদেশে জুনিয়র শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একজন শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে, আর আট শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার রাতে ছাত্রাবাসে উত্তেজনা তৈরি হলে, উভয়পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি শান্ত রাখার জন্য, যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইএইচটির রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সোহেল জানান, এই প্রতিষ্ঠানে ৬০০-৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যাদের অধিকাংশই ছাত্রাবাসে অবস্থান করেন। আন্দোলন ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর, এখন আবাসিক হল বন্ধ করার সিদ্ধান্তে শিক্ষার্থীরা নতুন বিপদে পড়েছেন। ছাত্রাবাস বন্ধ হলে, তাদের বাড়ি ফিরে যাওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না।
আইএইচটি, বরিশাল, বন্ধ ঘোষণা, ছাত্রাবাস, একাডেমিক কার্যক্রম, ছাত্রত্ব স্থগিত, শিক্ষক, ছাত্রাবাস বন্ধ, আন্দোলন, শিক্ষার্থী, শিক্ষার পরিবেশ
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম