শিরোনাম

বরিশাল জামে এবায়েদুল্লাহ মসজিদে এসি বিস্ফোরনে অগ্নিকান্ড

Views: 41

বরিশাল অফিস:; বরিশাল নগরীর ব্যাস্থতম চকবাজার জামে এবায়েদুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮) মার্চ দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লীরা জোহরের নামাজ আদায় করতে সকল যখন প্রস্তুত হচ্ছিল ঠিক সেই সময় ইমামের কক্ষের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সাথে সাথে আগুন ধরে যায় ইমামের কক্ষে। তাৎক্ষণিক মুসুল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রæত তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

রবিউল আলামিন, সিনিয়র স্টাফ অফিসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে এসে তিনটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তাদেরও ধারণা এসি থেকেই আগুনে সূত্রপাত ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *