বরিশাল অফিস: বরিশাল সরকারি জিলা স্কুলের প্রধান শিক্ষক হলেন পাপিয়া জেসমিন। তিনি রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার এক অফিস আদেশে তাকে ঐ পদে পদায়ন করেন। পাপিয়া জেসমিন ১৯৯১ সালে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় (সদর গার্লস) সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১১ সালে বরিশাল জিলা স্কুলে বদলী হন।
সেখানে তিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি। সেই থেকে অদ্যাবধি কঠিন পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়টিকে শহরের প্রথম সারির বিদ্যালয়ে রুপ দিয়েছেন। বেশ কয়েক মাস ধরে জিলাস্কুল এর প্রধান শিক্ষক এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এরই ধারাবাহিকতায় জিলা স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং একাডেমিক উন্নয়নের স্বার্থে পাপিয়া জেসমিনকে জিলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে বদলি করেন।
অপরদিকে জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামকে ঝালকাঠি হরশ চন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে শাস্তি মূলক বদলি করা হয়। পাপিয়া জেসমিন নগরীর প্রতিটি স্কুলেই সুনামের সাথে চাকুরী করেছেন। তিনি একজন সাংস্কৃতিক সংগঠক। পাপিয়া জেসমিন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট লস্কর নুরুল হকের স্ত্রী।