শিরোনাম

বরিশাল থেকে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন রিমান্ডে

Views: 17

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ী থানার জোবায়ের ওমর খান হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন, আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক রাসেল সরদার আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বরিশালের গোয়েন্দা পুলিশ (ডিবি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আলেপ উদ্দিনকে বুধবার রাতে বরিশাল মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

অপরদিকে, আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত অভিযোগ করেছেন যে, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে গত মঙ্গলবার বেলা দুইটার দিকে আলেপ উদ্দিনকে তুলে নেওয়া হয়।

এ ঘটনায় জানা যায়, ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। তাকে মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জোবায়েরের ভাই মামলার দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৭ জনকে আসামি করা হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *