শিরোনাম

বরিশাল নগরীতে জলাবদ্ধতা

Views: 46

বরিশাল অফিস :: ভারতের জলাধারের বাঁধ খুলে দেওয়ায় হু হু করে পানি বাড়ছে বরিশাল বিভাগের সবগুলো নদণ্ডনদীতে। একইসাথে টানা বৃষ্টিতে শহর-উপশহর জলাবদ্ধ হয়ে জনজীবনে বেড়েছে ভোগান্তি। এতে করে মানুষের মধ্যে বন্যার আতঙ্ক ছড়িয়ে পরলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা নেই।

নগরীর বসুন্ধরা হাউজিংয়ের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, শহরের প্রধান প্রধান সড়কে পানি উঠে তলিয়ে গেছে। আমাদের হাউজিংয়ের কিছু অংশে রাস্তার সমান পানি চলে এসেছে। ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, বৃষ্টি আর নদীর পানি ড্রেন হয়ে এসে আমাদের ঘরবাড়ি তলিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নদীতে পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিপাতের কারণে নগরীর বটতলা, পলাশপুর, কবি জীবনানন্দ দাশ সড়ক, রসুলপুর, ভাটিখানা, কাউনিয়া, আলেকান্দা, ধান গবেষণা রোড, আমানতগঞ্জ, কলেজ এভিনিউসহ অনেক এলাকায় জলাবদ্ধতার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশালের উপণ্ডসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, জল অনুসন্ধান প্রতিবেদন বলছে গত দুইদিন বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর ১২টি পয়েন্টে সবগুলো নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরইমধ্যে গত ২৪ ঘন্টার ব্যবধানে বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হলেও পানির উচ্চতা কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে পানি স্বাভাবিক স্তরে চলে আসবে। পানি বৃদ্ধিতে বেড়িবাঁধ, মাছের ঘের, ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে গেলে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *