পটুয়াখালী প্রতিনিধি :: সরকার পতনের পর নেতৃত্বহীন হয়ে পড়ে ’ বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি। কার্যক্রম পরিচালনাও স্থবিরতা দেখা দেয়। সমিতির কার্যকরী পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুপস্থিত থাকায় যাত্রী সেবা ও সমিতির কর্মকান্ড পরিচালনায়ও বিশৃঙ্খলা দেখা দেয়। এ-মুহুর্তে সমিতির সদস্যদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ফেরাতে গঠিত হয় ৭ সদস্যের আহবায়ক কমিটি।
আর নব-গঠিত এ কমিটির নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বাভার গ্রহণ করেন। একই সাথে যাত্রী সেবার মানোন্নয়নের পাশাপাশি সুশৃঙ্খলভাবে সমিতি পরিচালনায়ও ঐক্যমত পোষণ করে ঐক্যবদ্ধ হন তারা।
নব-গঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক পদে মনোনীত হন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার। ইতিপুর্বে তিনি এই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সমিতি’র একজন প্রবীণ সদস্যও তিনি।
৭ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন-এইচ. এম.এ মান্নান, নাসির মৃধা, মোঃ মোশারেফ হোসেন সান্টু, মোঃ আল আমিন হোসেন, মোঃ নুরুজ্জামান দোলন, মোঃ তাজুল ইসলাম নান্না। গত বৃহস্পতিবার বাস মালিকদের উপস্থিতিতে সমিতি’র প্রধান কার্যালয় রুপাতলিস্থ পটুয়াখালী সড়কে আল-নসিব ম্যানশনের তয় তলায় আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন নব-গঠিত আহবায়ক কমিটির সদস্যরা। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার প্রারম্ভ হয়।
এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় বাস-মালিকরা নব-গঠিত কমিটিকে সমর্থন জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইসাথে সমিতি’র কার্যক্রম যথার্থ পরিচালনায় মতামত পেশ করেন তারা। শপথ গ্রহণ করে মনোনীত আহবায়ক জিয়াউদ্দিন সিকদার তার ওপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন ও সমিতি’র উন্নয়নে তার ঐকান্তিক প্রচেস্টা অব্যাহত -পুঙ্খানুপুঙ্খভাবে পালনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হন।
এদিকে এর আগে গত ৮ আগস্ট সমিতি’র সাম্প্রতিক সংকট বিবেচনায় তা থেকে উত্তোরণে সদস্যদের উপস্থিতিতে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ৯০ সদস্যের মধ্যে ৮০ জন সদস্য অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এইচ.এম.এ মান্নান। সভাটি সামগ্রিকভাবে পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন সিকদার।
সভায় সভাপতি সমিতির মালিকবৃন্দের ব্যবসায়িক দুরাবস্থার কথা চিন্তা করে সমিতি পরিচালনায় উদ্যোগ গ্রহণের জন্য মালিকবৃন্দের জোড়ালো দাবীর প্রেক্ষিতে জরুরী বর্ধিত সভার আয়োজনের বিষয়টি সকলকে অবহিত করেন। একই সাথে করণীয় শীর্ষক সদস্যদের পক্ষ থেকে মতামত তুলে ধরার আহবান জানান। সভায় সমিতি’র কার্যক্রম স্থবিরতায় কথা বিবেচনায় বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করে গঠনতন্ত্র অনুযায়ী ১জন আয়বায়ক মনোনীত করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব রাখেন নেতৃবৃন্দ ও সদস্যরা।
এরই ধারবাহিকতায় ৭ সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মতামত প্রদান করেন তারা। এছাড়া আহবায়ক পদে জিয়াউদ্দিন সিকদারের পক্ষে সমর্থন জানানো হয়। দাবির প্রেক্ষিতে সকলের মতামত অনুযায়ী সভায় সমর্থন গ্রহণযোগ্যতা প্রাপ্ত হয়। সকলের সিদ্ধান্ত অনুযায়ী সাত সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়।