বরিশাল অফিস :: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
বেশ কয়েকদিন লাইফ সাপোর্টেও ছিলেন তিনি। দৈনিক খবর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে সাংবাদিক অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। এর আগে তিনি কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দৈনিক আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসিরউদ্দিন বাবুল জীবনের শেষ দিন পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৪ বার বরিশাল প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এছাড়াও একবার সাধারন সম্পাদক ছিলেন।
রোববার ( ৩রা মার্চ) বাদ জোহর কাশিপুরের কাজী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ হবে।