শিরোনাম

বরিশাল বিভাগীয় কার্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Views: 56

বরিশাল অফিস :: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সোমবার ( ১১ মার্চ) সকাল ১০ টায় কমিশনারের কার্যালয়ে বঙ্গবন্ধু উদ্যানে ৩০তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা, এ. কে. এম আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন,বরিশাল রেঞ্জ ডিআইজি বরিশাল মোঃ জামিল হাসান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ৬ জেলার জেলা প্রশাসক বৃন্দরাসহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ৬ টি জেলা ও বিভাগীয় ইউনিটের অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন।


শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ক্রীড়াবিদদের প্যারেড ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *