শিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ও হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

Views: 5

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা। সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই পরিবর্তন করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির নামের ব্যানার সরিয়ে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’ নামকরণ করা হয়। একই সময়ে, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নাম দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বারবার হলগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অগ্রগতি না থাকায়, তারা সিদ্ধান্ত নেন এবং নিজ উদ্যোগে ব্যানার পরিবর্তন করেন।

এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, “আমরা ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের নাম পরিবর্তন করার দাবি জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা নিজ উদ্যোগে নাম পরিবর্তন করেছি।”

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, “প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যানার টানিয়ে দিয়েছি। আমরা চাই প্রশাসন নামগুলো পরিবর্তন করে আমাদের দাবি পূর্ণ করতে যেন উদ্যোগী হয়।”

এদিকে, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মনোয়ারা বেগম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে দিয়েছেন যেখানে শিক্ষার্থী প্রতিনিধিরাও রয়েছে। নাম পরিবর্তনের কাজ চলমান ছিল, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম বলেন, “নাম পরিবর্তন সংক্রান্ত যে কমিটি গঠিত হয়েছে, সেখানে বিভিন্ন নামের প্রস্তাবনা রাখা হয়েছে। সেই অনুযায়ী সিন্ডিকেট সদস্যরা সিদ্ধান্ত নেবেন।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *