বরিশাল অফিস :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় নানানভাবে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাঁচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের নীচতলায় বিক্ষোভ চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বর্তমান ভিসি এবং প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন সময় শিক্ষার্থীদের নানানভাবে হয়রানি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকা সত্বেও সবসময় তারা আওয়ামী লীগ সরকারের তাবেদারী করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হননি। ফলে বর্তমান ভিসি এবং প্রক্টর যতদিন শিক্ষার্থীদের ঘারে চেঁপে থাকবে ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে না। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দুইজনকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। সমাবেশ শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
অপরদিকে ঝালকাঠির কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার হালদারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে চাকরি থেকে বরখাস্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বেলা বারোটার দিকে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্ধশত শিক্ষার্থীদের স্বাক্ষরিত লিখিত পত্রটি সাংবাদিকদের সামনে পাঠ করেন কলেজ ছাত্র নাঈম শিকদার।