শিরোনাম

বরিশাল বোর্ডে এইচএসসি নিরীক্ষণে ৩৩ জনের জিপিএ-৫

Views: 45

বরিশাল অফিস :: বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের (পুনর্নিরীক্ষণ) ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের ওয়েবসাইটে এ ফলাফল দেওয়া হয়। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন।

মোট ফলাফল পরিবর্তন হয়েছে ২৬৫ জনের। ফেল থেকে ৩৬ জন পাস করেছেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। মোট আবেদন করেছিলেন ৭৭৩২ জন পরীক্ষার্থী।

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *