বরিশাল অফিস :: বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ (৩ই) মে, শুক্রবার নগরের হাটখোলা এলাকার হরিমন্দির এলাকায় পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনের মতিবিনিময় সভায় বরিশাল সিটি করপোরেশন এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পান নারায়ণ চন্দ্র দে (নারু), সদস্য হিসেবে দায়িত্ব পান ভানু লাল দে, ভাষাই কর্মকার, হিরেন সিকদার (মাইজ্যা), এডভোকেট শুভাশিষ ঘোষ বাপ্পি, সুরঞ্জিত দত্ত (লিটু), সম্ভুনাথ সাহা পনা ।
এডভোকেট সুভাষ দাস নিতাই, অপূর্ব দাস অপু, সুব্রত শিকদার বিদ্যুৎ, শুভ সেন, মিন্টু দাস, সুবির দাস (লিটু), তন্ময় কৃমার দে, স্বপন কর, রনজিৎ সেনগুপ্ত, অসিত রায়, রিপন চন্দ্র মালী, মিঠুন গোস্বামী, সুবল দাস, বাপ্পি দে, তাপস কুমার দে, উত্তম বিশ্বাস, অনির্বান বিশ্বাস ও গোপাল ঘোষ।
বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক সহযোগিতা করেন ভানু লাল দে।