শিরোনাম

বরিশাল শেবাচিমে ডেঙ্গু: রক্তে প্লাটিলেট আলাদাকরণ মেশিন

Views: 39

বরিশাল অফিস: ডেঙ্গু রোগীদের সুখবর দিলো বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল । ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন চালু করা হয়েছে হাসপাতালে।

প্রথম বারের মতো চালু হওয়া ওই মেশিনে থেকে  বিশেষ সুবিধা পাবেন  ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা। মঙ্গলবার (২৬) সেপ্টেম্বর বেলা ১১টায় এফেরেসিস মেশিনটির কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ইতোপূর্বে এই হাসপাতালসহ দক্ষিনের  কোন হাসপাতালেই রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন ছিলো না। এই মেশিনটির অভাবে এখানকার রোগীদের রাজধানীতে প্রেরণ করা হতো। মেশিনটির কার্যক্রম শুরু হওয়ায় এখন আর কোন রোগীকে রাজধানীতে যেতে হবে না। তিনি আরো বলেন, অতি সম্প্রতি মেশিনটি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরকারিভাবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের মেশিনটির কার্যক্রম শুরু করা হয়েছে। মেশিনটির সাথে স্বল্প পরিমানের প্লাটিলেট সেপারেশন কিটসও সরবরাহ করা হয়েছে।

স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলদা করে তা গ্রহন করতে পারবেন রোগীরা। রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী চৌধুরী তুহিন এর সভাপত্বিত্বে এফেরেসিস মেশির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, সার্জারী বহিঃ বিভাগের আবাসিক সার্জন ও আউটডোর ডাক্তার এসোসিয়েশন’র সভাপতি ডাঃ সৌরভ সুতার, নাক কান গলা বহিঃ বিভাগের আবাসিক সার্জন ডাঃ চিরঞ্জিব সিনহা পলাশ ও ডাঃ মোস্তফা কামাল প্রমুখ। এদিকে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন’র পাশাপাশি প্লাটিলেট ইনকিউবেটার মেশিন ও একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। রক্ত পরিসং লন বিভাগের ডাঃ নূরুন্নবী চৌধুরী তুহিন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসং ল কেন্দ্রে এখন বেশ কয়েকটি আধুনিকমানের মেশিন সংযোজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন। দীর্ঘ দিন চেস্টারপর এই মেশিনটি আমরা পেয়েছি। এর সাথে প্লাটিলেট ইনকিউবেটার মেশিনও সরবরাহ করা হয়েছে। এই মেশিনের সাহায্যে এফেরেসিস থেকে পাওয়া রক্ত ৪ থেকে ৫দিন সংরক্ষিত রাখা যাবে। এর পাশাপাশি আমাদের এখানে নতুন একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। এই ফ্রিজে কমপক্ষে ৮৪টি রক্তের ব্যাগ সংরক্ষিত রাখা যাবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *