বরিশাল অফিস :: বরিশালের প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সোমবার (২৯ জানুয়ারি) বিকালে সাইবার সিকিউরিটি এবং নিরাপদ ইন্টারনেট বিষয়ক এপ “সাইবার উন্মেষ” এর উদ্বোধন করবেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই,বরিশাল ইউনিসেফের প্রতিনিধি, সহকারী কমিশনার বৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্য ও সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন অতিথিরা।
শুরুতে অতিথিরা সাইবার সিকিউরিটি এবং নিরাপদ ইন্টারনেট বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম “সাইবার উন্মেষ” এপ এর শুভ উদ্বোধন করেন।