বরিশাল সিটি কর্পোরেশনের (বসিক) প্ল্যান অনুমোদন বন্ধ থাকা এবং এতে সৃষ্ট হয়রানি ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বরিশাল এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস ও বরিশাল নাগরিক অধিকার আন্দোলন এর আয়োজনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নগর ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে বসিক কর্তৃক প্ল্যান অনুমোদন প্রক্রিয়ার স্থবিরতা, হয়রানি এবং সংশ্লিষ্ট নীতিমালা বাস্তবায়নে উদাসীনতার তীব্র প্রতিবাদ জানান। তারা দ্রুত বরিশাল ইমারত বিধিমালা ২০২০ পুনর্বহালের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জি. মোঃ আবু ছালেহ, ইঞ্জি. আকতার হোসেন, ইঞ্জি. জাহিদুল ইসলাম, শ্রমিক সংগঠন থেকে মোঃ আলাউদ্দিন মোল্লা ও মোঃ সোহেল রানা, ব্যবসায়ী ও প্রোপার্টি ডেভেলপারদের মধ্যে মোঃ নাছির উদ্দিন ও মোঃ মিজানুর রহমান ভূইয়া।
মানববন্ধনে বিভিন্ন পেশার প্রতিনিধির উপস্থিতি বরিশালের নাগরিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম