বরিশাল অফিস :: বরিশালের হিজলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ৯টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ ২০ বছর হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
হিজলা উপজেলার সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আলতাফ হোসেন দীর্ঘ তিন বছর ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দাফনের সময় চুড়ান্ত হয়নি বলে জানান তিনি।’
এর আগে গত ৫ ফেব্রুয়ারি হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা যান।