চন্দ্রদ্বীপ ডেস্ক :: বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় চলচ্চিত্র ‘কোই মিল গায়া’ ও ‘গদর’-এর পরিচিত মুখ অভিনেতা টনি মীরচান্দানি আর নেই। সোমবার (৪ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই গুণী অভিনেতার মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
টনি মীরচান্দানি তার কর্মজীবনে অসংখ্য সিনেমা ও টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন। বিশেষত ‘কোই মিল গায়া’ ছবিতে তার চরিত্র দর্শকদের মাঝে দাগ কেটেছে। টিভি শোতেও তার অভিনয় দক্ষতা তাকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তুলেছিল। দাপুটে চরিত্রের জন্য পরিচিত এই অভিনেতা, সহকর্মীদের কাছে একজন প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং ইতিবাচক মনোভাবের অধিকারী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
টনি মীরচান্দানি তার স্ত্রী রমা মীরচান্দানি এবং মেয়ে শ্লোকা মীরচান্দানিকে রেখে গেছেন। বলিউডে তার অবদানের জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে চলচ্চিত্রপ্রেমীরা।