শিরোনাম

বসুন্ধরা শুভসংঘ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Views: 48

 

 মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর আগস্তি বসুন্ধরা শুভসংঘ স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৭৬ শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এরমধ্যে রয়েছে- স্কুল ব্যাগ, ড্রেস, জুতা, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, পেন্সিলকাটার, বেঞ্চ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

চর আগস্তি বসুন্ধরা-শুভসংঘ স্কুলের শিশু শ্রেণি শিক্ষার্থী এনায়েত ইসলামের মা শাহনাজ বেগম বলেন, ‘আমরা ট্যাহা পয়সা খরচ কইরা লেহাপড়া করাইতে পারি না। হেলিগ্যা খেতে কাম করাইতাম। আমাগো চরে শুভসংঘ স্কুল হইছে। বসুন্ধরার মালিক আমাগো পোলাপাইনগো লইগ্যা এতো কিছু করে-আল্লায় হেরে সুস্থ রাহুক।
আইজ বসুন্ধরার লইগ্যাই আমাগো পোলাপান পড়া লেহা করতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমার স্বামী নাই। তিন পোলা লইয়া অনেক কষ্ট করি। বড় পোলা আর আমি মাইষ্যের খেতে কাম কইরা যা পাই হেইয়া দিয়া সোংসার চলে।
বসুন্ধরা স্কুল না থাকলে আইজ আমার পোলাডারে পড়াইতে পারতাম না।’

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. ফোরকান কবির।
এতে আরো উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ চর বিশ্বাস ইউনিয়ন কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, উপদেষ্টা মো. সায়েম গাজী, চিকিৎসক আবু হানিফ, সাইদুল ইসলাম সাকু, সহসভাপতি মো. জসিম হাওলাদার, ওসিম মণ্ডল, মেহেদী হাসান, গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদওয়ান করিম তালাল, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায়, নারী বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাইম আহসান, সাংগঠনিক সম্পাদক শাহিন, সহ দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সহ প্রচার সম্পাদক জুয়েল মোল্লা, সদস্য আলতাফ খান, মকবুল প্যাদা, মাইনুদ্দিন হাওলাদার, রাহিমা বেগম, রায়হান, স্বর্ণালী, ইসা, ঝুমুর চৌধুরী, সাইফুল ইসলাম, হাফিজুর, রাকিব প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *