শিরোনাম

বাংলাদেশকে অস্থিতিশীল করতে ফাঁদ পেতেছে ভারত: জামায়াত সেক্রেটারি

Views: 10

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত একটি ফাঁদ পেতেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা সেই ফাঁদে পা দিব না।”

তিনি আরও বলেন, “ইসকন যতই উসকানিমূলক কর্মকাণ্ড করুক না কেন, আমাদের উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে।” এই মন্তব্য তিনি চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ২৮ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা দোয়া করি, বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়া এবং দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি।” তিনি অভিযোগ করেন, “ইসকন নামক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে।” তবে জামায়াতের আমিরের নির্দেশনা অনুযায়ী, তারা উত্তম ধৈর্য ধারণ করে এবং সংযতভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে।

জামায়াতের কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, “ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে আমাদের আটকানোর জন্য ভারতসহ কিছু শক্তি ফাঁদ পাতছে। আমরা কখনোই এই ফাঁদে পা দেব না।” তিনি নিশ্চিত করেন যে, ধৈর্যের সাথে তারা আল্লাহর দ্বীনের সৌন্দর্য রক্ষা করবেন এবং নিজেদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করবেন।

তিনি জামায়াত নেতাদের উদ্দেশ্যে বলেন, “আমরা যা কিছু পেয়ে থাকি, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তবে আমাদের উদ্দেশ্য কখনোই উগ্রবাদীদের ফাঁদে পা দেওয়া নয়। সময়ের কষ্ট সহ্য করেই আমাদের কাজ করতে হবে।”

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমীর নজরুল ইসলাম, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা বদরুল হক, অধ্যক্ষ মাওলানা আবুল কালামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতারা।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *