চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিপিএল প্লেয়ার্স ড্রাফটে তৃতীয় ডাকে দল পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশাল তাকে দলে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই বেশ কয়েকজন খেলোয়াড় দল পেলেও শান্তকে সরাসরি কোনো ফ্র্যাঞ্চাইজি চুক্তিবদ্ধ করেনি। তবে ড্রাফটের তৃতীয় রাউন্ডে বরিশাল তাকে দলে টানল। গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শান্ত।
প্লেয়ার্স ড্রাফটের প্রথম দিন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়। সেখানে ফরচুন বরিশাল নাজমুল হোসেন শান্ত ছাড়াও মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম এবং রিপন মন্ডলকেও দলে নিয়েছে।
অন্যদিকে, তাসকিন আহমেদকে দুর্বার রাজশাহী, লিটন দাসকে ঢাকা ক্যাপিটালস, এবং শামীম হোসেন পাটওয়ারীকে চিটাগাং কিংস দলে নিয়েছে।