চন্দ্রদ্বীপ ডেস্ক :: সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে তিন দফায় পশ্চিমবঙ্গের ৮৪ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের নৌ বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, “শেখ হাসিনার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অবস্থায় জেলের পরিবারগুলো উদ্বেগের মধ্যে রয়েছে। তবে পশ্চিমবঙ্গ থেকে আসা মৎস্যজীবীদের সঙ্গে পরিচয়পত্র রয়েছে। আশা করি, বাংলাদেশ সরকার তাদের সহযোগিতা করবে।”
তিনি আরও জানান, “কয়েক দিন আগে বাংলাদেশের একটি ট্রলার আমাদের উপকূলে ঢুকে পড়েছিল, তাদের আমরা ছেড়ে দিয়েছি কারণ তাদের কাছে যথাযথ নথিপত্র ছিল। আমাদের যাঁরা গিয়েছেন, তাঁদেরও আধার কার্ড রয়েছে।”
মমতা বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। আমাদের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান রয়েছে এবং আমরা এক ভাষায় কথা বলি। আশা করি, দু’দেশের সম্পর্ক আবার উন্নতি করবে। সীমান্তবর্তী দেশগুলো যদি একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে, তাহলে সকলেরই উপকার হবে।”