বরিশাল অফিস:: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি বলেন, বাংলাদেশ দূর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে প্রশংসিত। আগামী পাঁচ বছরে দুর্যোগ প্রবণ এলাকার অবহেলিত মানুষের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার। শুক্রবার বিকাল পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়ার শেখ কামাল অডিটোরিয়াম সংলগ্ন মুজিব মঞ্চে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল বিভাগ সবচেয়ে বেশি দূর্যোগপ্রবন এলাকা। প্রধানমন্ত্রীর ঘোষিত আাগামীর স্মার্ট বাংলাদেশের দূর্যোগের ঝুঁকিমুক্ত এলাকা গঠন করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমুখ। মো.মহিববুর রহমান এমপি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী এলাকা কলাপাড়ায় আসলে কলাপাড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে প্রতিমন্ত্রী রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন।