সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপের আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে শান্ত-লিটনরা। বিশেষ করে দলের ব্যাটিং অর্ডার ভোগাচ্ছে অনেক। রান পাচ্ছেন না টপ অর্ডারের কেউই। সব ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেল টাইগার অধিনায়কের কণ্ঠে। সে হিসেবে পরিসংখ্যান ভুলেই ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে চাইবেন।
এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৬ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১টি ম্যাচেই শ্রীলঙ্কা জয় পেয়েছে, বিপরীতে টাইগারদের জয় মাত্র ৫টিতে। এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দল দুটির দেখা হয় দুইবার। দুটিতেই শেষ হাসি হেসেছেন অ্যাঞ্জেলো