বরিশাল অফিস: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন পল্লী সড়ক, কালভার্ড মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ৩ টি রাস্তায় প্রাপ্ত এলসিএস ৪০ জন কর্মীদের মাঝে ৩২ লক্ষ ৭৫ হাজার সাতশত টাকার চেক বিতরণ করা হয়।
আজ (২৫ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩ ঘটিকায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে স্থানীয় সাংসদ সাবেক চিফহুইপ আলহাজ¦ আ,স,ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলসিএস কর্মীদের মাঝে চেক বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন, নওমালা ইউ পি চেয়ারম্যান এড, কামাল হোসেন, আদাবাড়িয়ার চেয়ারম্যান মঞ্জুরুল আলম, সাবেক জেলা পরিষদ সদস হারুন অর রশিদ খান, প্রেসক্লাব বাউফল সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল, এলসিএস সদস্য ও এলজিইডির কর্মকর্তা কর্মচারী বৃন্ধ প্রমুখ।