শিরোনাম

 বাউফলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তার ছেলের বিরুদ্ধে মানববন্ধন

Views: 50

পটুয়াখালী প্রতিনিধি :: বাউফল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হাওলাদার ও তার ছেলে মোঃ হাসান মাহমুদ এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ। শনিবার বেলা ১১ টায় পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ১ হাজার পুরুষ ও মহিলারা মোতালেব হাওলাদার ও তার ছেলে মোঃ হাসান মাহমুদ এর ফাঁসি দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন।

বগা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ মনির মৃধা হত্য মামলার আসামি মোঃ মোতালেব হাওলাদার ও তার ছেলে মোঃ হাসান মাহমুদকে অবিলম্বে গ্রেফতার এবং দেলোয়ার হোসেন মুন্সি ও আঃ জলিল মুন্সি ডাবল হত্য মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদেরকে হাইকোর্ট দিয়ে খালাসের রায় বাতিলের দাবিতে মানববন্ধন করেন সাধারণ জনগণ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ গনি সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, উপজেলা বিএনপির সদস্য মোঃ কালাম মৃধা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল সিকদার, শ্রমিকদল সভাপতি মোঃ আনিচ মৃধা, বিএনপির নেতা মোঃ তোফায়েল মোল্লা, মোঃ মাসুদ সিকদার, মৃত মনিরের স্ত্রী শাহিনুর বেগম, মৃত মনিরের মেয়ে শুমাইয়া আখতার শর্ণা (২৪), আঃ কাদের মুন্সি, মোঃ মিলন মুন্সী, ইনজামামুল হক দোলন, মৃত জলিল মুন্সীর ছেলে মোঃ সাদনাম সাকিব, মৃত মনির হত্য মামলার বাদী মোঃ জাকির হোসেন প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *