শিরোনাম

বাউফলে ইউএনও’র দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন

Views: 10

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীর দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবিতে উপজেলা কৃষকদল ও সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন হয়।

বক্তারা জানান, বাউফলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের টাকা লোপাটের সাথে ইউএনও জড়িত। এমনকি দুই কোটি টাকার কৃষি প্রণোদনা ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহায়তায় এ দুর্নীতি সম্পন্ন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব সোহেল আকন ও কৃষক নেতা মো. সোহরাব হোসেন সর্দার। তারা এই তিন কর্মকর্তার কঠোর বিচার দাবি করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *