পটুয়াখালী প্রতিনিধি :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে নবীজীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করীম, মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিবুল্লাহ্, মো. সাইফুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, অভিবাবক মো. জাহাঙ্গীর চৌকিদার, মো. হাবিবুর রহমান সবুজ।
সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করীম বলেন, প্রধান শিক্ষক ফেরদৌশ শিরিন ছুটিতে থাকায় তার নির্দেশে শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, হাম-নাদ ও নবীজীর জীবন দর্শন নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠতি হয়।