শিরোনাম

বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Views: 69

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ এর কাছে বিভিন্ন সময়ে প্রার্থীরা এ সব মনোনয়ন পত্র দাখিল করেন।

আরো পড়ুন : ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে স্ত্রী নিহত, স্বামী আহত

উপজেলা নির্বাচন অফিসার মো.শাহীন শরীফ জানান, নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদের ২য় ধাপের তফসিল অনুযায়ী আজ রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই দিন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারেফ হোসেন খান(বর্তমান ভাইস-চেয়ারম্যান) মোঃ মশিউর রহমান লাবলু ও সজল কুমার হালদার মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আনিচুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদাক মো. মাহমুদ রাহাত(জামসেদ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. মরিয়ম বেগম নিশু (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) ও মোসা. ঝর্না বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরো পড়ুন : বাউফলে চিঠি লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

তফসিল অনুযায়ী এ উপজেলায় আগামী ২১ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ২ লাখ ৯৩ হাজার ৩২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৭৬৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫৬০ জন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *