Views: 48
মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার কালিশুরী আশ্রয়ন প্রকল্পে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফলের সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার প্রমুখ।