মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হঠাৎ অভিনব কায়দায় বেড়েছে চেতনা নাশক স্প্রে ব্যাবহার করে চুরি ছিনতাই। ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই ব্যাপক ভাবে বেড়ে গেছে। সন্ধ্যার আগে কৌশলে রান্না ঘরের জানালা দিয়ে খাবারে এবং রুমের মধ্যে চেতনানাশক স্প্রে করে সংঘবদ্ধ একটি চক্র। রাতে ঘরের লোকজন অচেতন হয়ে পড়লে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে চোরের দল। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
সূর্যমনি ইউনিয়নের বাসিন্দা শাহজালাল হাওলাদার জানান,
রাতে খাবার খাওয়ার পরে পরিবারের সকলে অচেতন হয়ে গেলে তার ঘর থেকে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অচেতন হয়ে পড়া ওই পরিবারের শিশু বাচ্চা সহ পাঁচজন সদস্যকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একই কায়দার পার্শ্ববর্তী আরো কয়েকটি বাসাতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র জানান, অপারেশন থিয়েটারে ব্যবহৃত চেতনানাশক কোনো ওষুধ পানির সাথে মিশিয়ে স্প্রে করলে অজ্ঞান হয়ে পড়া স্বাভাবিক। মাঝেমধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, সবগুলো রোগীর ধরণ একই।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে বাউফল থানায় অভিযোগ দায়ের করেন শাহজালাল হাওলাদার।