পটুয়াখালী প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে চাচার বিরুদ্ধে ভাতিজা আল-আমিন মৃধা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রত্তক্ষদর্শীরা জানায়, শনিবার(০২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রদ্দিন গ্রামে ফকির বাড়ির সামনে আল-আমিন নামের ঐ যুবককে তার চাচা মোতালেব মৃধা, জাফর মৃধা, চাচাতো ভাই লাবিব মৃধা, মামুন, জাহিদ মৃধা, পাশের বাড়ির শহিদুল, জাহিদুল, নুরুজ্জামান সফেজ , সোবাহান, জহিরুল, শাহজাহান সহ আরো অনেকে মিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঐ সময় আল-আমিনের ভাই শামীম মৃধা ঘটনাস্থলে পৌছালে পাইপ দিয়ে পিটিয়ে তাকেও আহত। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
মৃত আল-আমিন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের শানু মৃধার ছেলে। শনু মৃধার পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, জায়গা জমি নিয়ে পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।