মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীসহ চারজনকে পিটিয়ে ও কামড়ে আহত করেছে প্রতিপক্ষ।
বুধবার আনুমানিক ১১ টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাজু হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাছিমা (৪৮), মাসুমা (৪২), মোঃ নূর হোসেন (৭০), মোঃ রফিকুল ইসলাম (২৪)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নূর হোসেন হাওলাদারের সাথে তারা একই বাড়ির রুহুল আমিন হাওলাদারের সাথে পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকাল ১১টার দিকে বিরোধ নিস্পত্তির জন্য স্থানীয় সালিশ বসে।
সেখানে সালিশদের উপস্থিতিতে একই বাড়ির মোঃ নজির হাওলাদার (৪৫), মোঃ রুহুল আমিন হাওলাদার (৪০), মোঃ জাহিদ (২১), আঃ করিম (৫০), মোঃ সুমন (২২), মোঃ হাসানসহ (২৮) ৭-৮জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে নুর মোহাম্মাদসহ অন্ত ৪জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুহুল আমিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘ঘটনা জেনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।