পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নে দুই যুবলীগ নেতা হত্যা মামলার বাদীর পরিবারকে বাড়ি ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। পরিবারের নিরাপত্তা চেয়ে ইউএনও ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল দুপুরে লিখিত অভিযোগ দেন নিহত রুমান তালুদকারের মা ফাতিমা বেগম।
অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২রা আগস্ট কেশবপুর ইউনিয়নে বিরোধের জেরে যুবলীগ নেতা রুমান ও ইশাদকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়। ওই ঘটনায় নিহত রুমানের বড় ভাই মিন্টু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মামলার আসামিরা নিহতদের পরিবারকে বাড়ি ছাড়া করার হুমকি, মারধরের চেষ্টা ও চাষাবাদ করতে বাধা দিয়ে আসছেন।
অভিযোগকারী ফাতেমা বেগম বলেন, আমার দুই ছেলেকে নির্মমভাবে খুন করা হয়। যারা খুন করেছেন তারা এখন এলাকায় তাণ্ডব চলাচ্ছেন। আমরা অবরুদ্ধ হয়ে আছি। পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।