পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির এক শিক্ষার্থী আয়েশা আক্তার মুক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সূর্যমনি গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার বাবা বিআরটিসির বাসচালক। তার বড় বোন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার মা সেই বোনের সাথেই হাসপাতালে ছিলেন। বিকেলে বাড়িতে একা থাকা অবস্থায় মুক্তা নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। সন্ধ্যায় স্থানীয় চৌকিদার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় বোন জানান, তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। সকালে মুক্তার কাছে একটি মোবাইল দেখতে পেয়ে সেটি তার মা নিয়ে নেন, যার কারণে মুক্তা কিছুটা রাগ করেছিলেন। তবে এটি কোনো আত্মহত্যার কারণ হতে পারে না বলে মনে করছেন তিনি।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।