শিরোনাম

বাউফলে প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Views: 11

পটুয়াখালীর বাউফলে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী খামারবাড়ির উপ-পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস তার বক্তব্যে জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোট ১১টি ফসলের বীজ যেমন গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগডাল, মসুর, ফেলন ও খেসারীর চাষাবাদে ৮,৬৭৫ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে। বীজের পাশাপাশি কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে সারও সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক রিয়াজ হোসেন এবং মাই টিভি প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক বক্তব্য রাখেন।

উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *