মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি।
আজ ২(ফেব্রুয়ারি) শুক্রবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিচুর রহমান, বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।
উপজেলার ১৫টি ইউনিয়নের ২ হাজার দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।