শিরোনাম

বাউফলে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

Views: 6

পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোসা. পারভীন বেগম (৫৪) শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। গত (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে এই ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় তিন সহকারী শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষিকা পারভীন বেগমের অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিব সংকর দাস, মুশফিকা জাহান নুপুর এবং নৈশপ্রহরী শাহজাহান দীর্ঘদিন ধরে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করছেন। গত ১৯ আগস্টও তারা তাকে মারধর করেন এবং সাদা কাগজে স্বাক্ষর নিয়ে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ ঘটনার পর থেকে তাকে বিদ্যালয়ে যেতে বাধা দেওয়া হয়।

৩১ ডিসেম্বর প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করলে অভিযুক্তরা তার ওপর শারীরিক আক্রমণ চালান। খবর পেয়ে তার স্বামী ও মেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী পারভীন বেগম জানান, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে একটি মহল তাকে পদত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র করছে।

অপরদিকে অভিযুক্ত শিব সংকর এবং মুশফিকা জাহান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি মিথ্যা ও বানোয়াট।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *