পটুয়াখালী প্রতিনিধি :: প্রশ্নপত্রের ছবি তোলায় পটুয়াখালীর বাউফলে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি তোলায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ডু এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।
আরো পড়ুন : পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
জানা গেছে, আজ মঙ্গলবার (২ জুলাই) পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ ফেরদৌস অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। ওই সময় কেন্দ্রের অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করে।