পটুয়াখালীর বাউফল উপজেলায় লামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিশুরি বন্দরের একটি বহুতল ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া আক্তার ধুলিয়া ইউনিয়নের শিকদার বাজার গ্রামের রাজমিস্ত্রি নাসির উদ্দিনের মেয়ে।
স্বজনরা জানান, লামিয়া তার স্বামী আবুল কালাম আজাদের সাথে কালিশুরি বন্দরের ভাড়া বাসায় থাকতেন। ছোটবেলা থেকেই লামিয়া অভিমানী প্রকৃতির মেয়ে ছিলেন। সামান্য বিষয়েই অভিমান করে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখতেন। আজ সকালে স্বামী আবুল কালাম আজাদের সাথে কিছু বিষয়ে তর্কাতর্কি হয়। এরপর অভিমানে ঘরের ফ্যানের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে তার পরিবার।
স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লামিয়ার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।