শিরোনাম

বাউফলে বিভিন্ন আয়োজনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Views: 54

বরিশাল অফিস:: পটুয়াখালীর বাউফলে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন স্বাধীনতার স্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে স্থানীয় সাংসদ ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি ‘ র পক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ফুলের শুভেচ্ছা দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। সকাল আটটায় উপজেলা চত্বরে স্বল্ল আকারে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার- ভিডিপি, স্কাউট, বিএনসিসির কুচ কাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল নয়টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা ইমাম সমিতির কার্যালয় আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে সম্বর্ধনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবীর সঞ্চালনায় আলোচনা সহ অন্যান্য আলোচনায় বক্তব্য রাখেন বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিত কুমার গায়েন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, মরিয়ম বেগম নিশু, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল বারেক মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল হক, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক, গোলাম কিবরিয়া পান্নু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, মামুন খান প্রমুখ। দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল কালাম ও হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *